ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

ভীত নেতাদের ছাড়া পরিচ্ছন্ন বিএনপি চান বংশালের অমিত

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
ভীত নেতাদের ছাড়া পরিচ্ছন্ন বিএনপি চান বংশালের অমিত

ঢাকা: আন্দোলনের ভয়ে ভীত নেতাদেরকে বাদ দিয়ে পরিচ্ছন্ন বিএনপি চান বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী অমিত কুমার উকিল। তার মতে, তারেক জিয়া দেশে এসে মামলা মোকাবেলা করবেন, দরকার হলে জেলে যাবেন।

তার নেতৃত্বেই বিএনপির এগিয়ে নেওয়া সম্ভব।

বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে টেলিফোনে অংশ নিয়ে অমিত তার এ মন্তব্য প্রকাশ করেন।

ঢাকার বংশাল বসবাসকারী অমিত রাজনীতি করেন না এবং গ্রামের বাড়ি কিশোরগঞ্জে বলে জানিয়েছেন।

তিনি বলেন, বিএনপিতে ত্যাগী নেতাদের ভালো জায়গা পাওয়া উচিত। দুদু ভাই, রিজভী ভাই প্রথমদিকে আসতে পারেন। রুট লেভেলে অনেকে আছেন, তাদেরকেও জায়গা দিতে হবে। দলে গতিশীলতা আনতে ভারপ্রাপ্ত  মহাসচিব থেকে মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতা খোকা, আব্বাস, আব্দুস সালামকে বাদ দেওয়া সম্ভব না, তবে কম গুরুত্বপূর্ণ পদে দেওয়া যায়। ।
 
দশম সংসদ নির্বাচনে বিএনপির অংশ নেওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, বর্তমান যুগে কিভাবে কারচুপি করা যাবে। কারচুপির সুযোগই নাই। বিএনপি নির্বাচনে গেলে কেন্দ্রে তাদের এজেন্ট থাকতো, নেতাকর্মী ভরে থাকতো, মিডিয়া থাকতো, তাহলে কারচুপির সাহসই পেতোনা। আর বিএনপি জয়ী হতো বলেই মনে করি।

জোটগতভাবেই বিএনপির আন্দোলন করা উচিত উল্লেখ করে তিনি বলেন, তবে এ জোটে জামায়াত থাকতে পারবে না।
কারণ জামায়াত যুদ্ধাপরাধী এটা প্রতিষ্ঠিত হয়েছে। যার কারণে জামায়াত থাকলে অনেক বিএনপি নেতা-কর্মীর সমস্যায় পড়েন।

তিনি মনে করেন, বর্তমানের বিএনপি জিয়ার আদর্শ থেকে অনেকটা বিচ্যুত হয়েছে। ওনার মধ্যে যে দেশপ্রেম ছিল বর্তমান নেতাদের অনেকের মধ্যেই তা নেই।

বিএনপি জিয়ার আদর্শ থেকে বিচ্যুত বললেন মহেশখালীর শুকুর
বিএনপিকে ‘চুটিয়ে রাজনীতি করা’র পরামর্শ গৃহিনী ফারজানার

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।