ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

বিএনপিই এখন জামায়াতের কাঁধে, বলছেন প্রকৌশলী সাব্বির

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
বিএনপিই এখন জামায়াতের কাঁধে, বলছেন প্রকৌশলী সাব্বির

বিএনপির কাছে কোনো প্রত্যাশা বা চাওয়া নেই পিএসপি গ্রুপের সিস্টার কনসার্ন এইচ এস ট্রেডার্সের ম্যানেজার (টেকনিক্যাল) প্রকৌশলী সাব্বির হোসেনের। তার মতে, দেশের মানুষেরও বিএনপির কাছে কোনো প্রত্যাশা নেই।

বিএনপির ঘাড়ে একসময় জামায়াত ভর করলেও এখন জামায়াতের কাঁধেই উঠেছে সওয়ার বিএনপি। এমন মেরুদন্ডহীন একটা দলের কাছে কি প্রত্যাশা থাকতে পারে?

সাব্বির হোসেন লিখেছেন, একসময়  তিনি আশা করতেন জামায়াতের সাথে বন্ধন ছিন্ন করে বিএনপি দেশের মানুষের আশা পূরণ করবে। কিন্তু ক্রমাগত একই পথে হাঁটছে তারা। আর জামায়াতবিহীন বিএনপির কোনো অস্তিত্ব চোখে না পড়ায় এখন তিনি আশা  ছেড়ে দিয়েছেন। যে কারণে প্রতিটি আন্দোলন কিনবা কর্মসূচিতেই তাদেরকে জামায়াতের মুখাপেক্ষি হয়ে থাকতে হচ্ছে।

যেখানে দলেরই অস্তিত্ব নেই সেখানে আন্দোলনে যাওয়া আর জামায়াতের কাঁধে চড়ে সাফল্যের প্রত্যাশা করা তো একই কথা। আগে দলের কাঠামো মজবুত করে তারপরে আন্দোলনে যাওয়া উচিত। দলের কাঠামো মজবুত হলে এমনিতেই সরকার চাপে থাকবে আর আলোচনায় বসতে আগ্রহী হবে। নখদন্তহীন একটা দলকে কে-ই বা সমীহ করে?

দশম জাতীয় সংসদ নির্বাচনে না এসে বিএনপি বড় রাজনৈতিক ভুল করেছে বলে মনে করেন সাব্বির হোসেন। তাদের সবচে বড় রাজনৈতিক ভুল। তারা নির্বাচনে গেলে এটা একটা প্লাসপয়েন্ট হতো। শেখ হাসিনার সরকারের অধীনে তারা উপজেলা, সিটি কর্পোরেশন সহ সব নির্বাচনে গেলেন অথচ এখানে যেতে তাদের কি সমস্যা ছিলো? নির্বাচনে গেলে নেতাকর্মীদের মাঝে একটা প্রাণচাঞ্চল্য আসত, তারা আরো উদ্যমী হয়ে মাঠে নামতেন। যে উদ্যমের অভাব এখন বিএনপিতে প্রকট।

সাব্বির মনে করেন, জামায়াতমুক্ত হয়ে চলা উচিত বিএনপির। জামাতের ঘাড়ে চড়ে রাজনৈতিক কর্মসূচি দেওয়া বন্ধ করা উচিত। তারা বড় রাজনৈতিক দল। তারা কেন অন্যের মুখাপেক্ষী থাকবে?
 
আর তারেক রহমানের দেশে ফেরা বিএনপির ঘুরে দাঁড়ানোর জন্য আবশ্যক বলে মোটেই মনে করেন না প্রকৌশলী সাব্বির। তার মতে, জেলে যাবার ভয়ে যে নেতা দিনের পর দিন বিদেশ বিভূঁইয়ে পড়ে আছেন তার আসা কিংবা না আসায় এখন আর কিছু যায় আসে না বলেই মনে হয়। একজন ত্যাগী নেতার কাজ হলো, যেকোনো সময় দলের কর্মীদের পাশে থাকা, তাদের বুক দিয়ে পিঠ দিয়ে আগলে রাখা। কিন্তু তারেক রহমান বিএনপির ঘোর দুঃসময়ে পিঠ ফিরিয়ে নিজের পিঠ বাঁচানোর যে চেষ্টা করছেন এটা খুবই দু:খজনক।

সাব্বির হোসেন মনে করেন, বিএনপি এখন জিয়া আদর্শ থেকে বিচ্যুত। বিএনপি এখন ক্ষমতালোভী একটি দল যাদের একমাত্র লক্ষ্য যেকোন মূল্যে ক্ষমতায় যাওয়া। দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, ছাত্র-ছাত্রী কিনবা ব্যবসায়ী কারো কথাই এখন আর তাদের মাথায় নেই। কারো জন্যই তারা রাজনীতি করছেন না। তাদের নেতারা পিঠ বাঁচিয়ে লুকিয়ে আছেন, দলীয় প্রধান ফোনে নাশকতার ছক কষছেন, মাঝেমাঝে পাঁচতারা হোটেলে এসে অন্ধের মত স্ক্রিপ্ট পড়ে যাচ্ছেন। এটা কোনো রাজনৈতিক দলেরই আদর্শ হতে পারে না।
বিএনপির ইতিবাচক রাজনীতি চান ব্যাংক কর্মকর্তা রায়হান
* তারেককে এখনই দেশে চান রাজশাহীর সজল
বিএনপিকে আন্দোলনে দেখতে চান নেত্রকোনার মশিউর রহমান
বিএনপিকে ক্ষমা চাওয়ার পরামর্শ ব্লগার মাসুদ পারভেজের
**বিএনপিকে অহিংস আন্দোলনের পরামর্শ খোকনের
**১৯৯১ সালের বিএনপিকে দেখতে চান পেশাজীবী কুতুব
**সক্রিয়দের নেতৃত্বে দেখতে চান চট্টগ্রামের মুহিবুল
**খালেদাকে পদ ছাড়ার পরামর্শ রাঙ্গুনিয়ার এমদাদের
**তারেকই আমাদের নেতা বললেন সেলিম
**ক্ষমতার সিঁড়ি দখলের বিএনপি চান না এরশাদ
**বিএনপির ভেতরেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি তুললেন হাবিব
**জামায়াত না ছাড়লে আ’লীগকেই বেছে নেবেন গুলশানের হাফিজুর
**আমরা মরে গেলে শান্তি পাবে আ’লীগ-বিএনপি!
**সংলাপের মাধ্যমে সমাধান চান ব্যবসায়ী আমানুল্লাহ
**বিএনপিকে নোয়াখালী-নির্ভরতা ছাড়তে বলেন ঢাকার রাজিব
**দলীয় ঐক্য গড়ে তোলার পরামর্শ শরীফের
**আন্দোলনমুখী বিএনপি চান ফরিদপুরের মোস্তফা কামাল
**দল সুসংগঠিত করে আন্দোলনে নামার পরামর্শ হাতিয়ার আনোয়ারের
 বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।