ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

অনির্দিষ্টকালের হরতাল চান মালয়েশিয়া প্রবাসী বিল্লাল

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
অনির্দিষ্টকালের হরতাল চান মালয়েশিয়া প্রবাসী বিল্লাল

ঢাকা: বাংলানিউজের নাগরিক মন্তব্যে মালয়েশিয়া থেকে বাংলাদেশি যুবক বিল্লাহ হোসেন জানিয়েছেন,  নতুন নির্বাচন না দেওয়া পযর্ন্ত অনির্দিষ্টকালের জন্য হরতাল চালিয়ে যেতে হবে বিএনপিকে।

তিনি বলেন, দশম জাতীয় নির্বাচনে না গিয়ে বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

দলটির উচিত আরো কঠোর কর্মসূচি ঘোষণ করা।

তারেক রহমানের দেশে ফিরেই আসাই ভালো বলে মনে করেন তিনি।

এদিকে, গাজীপুর থেকে চাকরিজাবী মো. হারুনুর রশিদ বলেন, বিএনপিতে সত্য, শিক্ষিত ও সাহসী ব্যক্তিদের নেতৃত্ব চাই।

এছাড়া ঢাকার বারিধারা এলাকার বাসিন্দা চাকরিজীবী শামীম বলেন, বিএনপির এখন ক্রান্তিকাল চলছে।

তিনি আরো বলেন, অবশ্যই তারেক রহমানকে যেন দেশে ফিরিয়ে আনা হয়। তিনি দেশে ফিরে এলে রাজনীতি শক্তশালী হবে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা,ফেব্রুয়ারি ১৩, ২০১৪

ভীত নেতাদের ছাড়া পরিচ্ছন্ন বিএনপি চান বংশালের অমিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।