ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

জনসমর্থন ‍নিয়ে বিএনপিকে শক্তিশালী হতে হবে

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
জনসমর্থন ‍নিয়ে বিএনপিকে শক্তিশালী হতে হবে

ঢাকা:  জনসমর্থন নিয়ে বিএনপিকে রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার পরামর্শ দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা করে অহিংস কর্মসূচি দেওয়ার অনুরোধ করেছেন তারা।



বৃহস্পতিবার মুঠোফোনে বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তারা এ মন্তব্য করেন তারা।

বাংলাসংবাদ২৪.কম নামে একটি অনলাইন নিউজ পোর্টালের রিপোর্টার রাসেল আহমেদ বলেন, বর্তমান দুরাবস্থা থেকে বিএনপিকে শক্তিশালী জায়গায় নিয়ে যেতে হবে। এজন্য দলটিকে ঢেলে সাজানো উচিত।

একই সঙ্গে গুরুত্বপূর্ণ পদে থেকেও সঠিকভাবে দায়িত্ব পালন না করায় বিএনপির দুরাবস্থা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নির্বাচনে অংশগ্রহণ না করা বিএনপির রাজনৈতিক কৌশল উল্লেখ করে তিনি বলেন, অংশগ্রহণ করলেও তেমন কোন লাভ হতো বলে মনে হয় না। শুধুমাত্র সাংগঠনিকভাবে আরেকটু সুদৃঢ় হতে পারলেই দলটিকে কারও ওপর নির্ভর করতে হবে না।

তারেক রহমানের রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়টি সময়ের উপরই ছেড়ে দেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সাভারের বারইপাড়‍ার বেসরকারি চাকরিজীবী আবদুল মান্নান বলেন, প্রবীন নেতাদের পাশাপাশি তরুণ নেতাদের নিয়ে দল পুর্নগঠন করতে হবে।

বাহরাইন থেকে কাওসার বলেন, জানুয়ারিতে ভোটার ছাড়া নির্বাচন হয়েছে। তাই বিএনপি অংশ নেয়নি।

প্রবীণের পাশাপাশি তরুণদেরও নেতৃত্বে আসার দাবি জানান তিনি।

বগুড়া থেকে ব্যাংকের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন আলো বলেন, ত‍ারেক রহমান দেশে এলেই আন্দোলন চাঙা হবে।

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাত করণ এলাকার (সিইপিজেড) এক্সিকিউটিভ জুয়েল বড়ুয়া বলেন, জামায়াত ছেড়ে বিএনপিকে নতুন ভাবে এগিয়ে যতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের এসএমএ মাহমুদ বলেন, আমি মনে করি বিএনপির উচিত এখন তাদের দল কে পুর্নগঠিত করে সরকার বিরোধী আন্দোলন করা। কারণ সরকার কোন জনপ্রিয় সরকার নয়। তাদের পক্ষে জনগণ নেই। বিএনপি যদি এই সুযোগকে জনগণকে সাথে নিয়ে কাজে লাগাতে পারে তাহলে তাদের আন্দোলন সফল হবে।

আলমগীর হোসেন ফরিদপুরের ভাঙা থেকে বলেন, স্বার্থন্বেষীদের ত্যাগ করে তারেক রহমানের নেতৃত্বে উজ্জীবিত বিএনপি গড়ে তুলতে হবে।

রাজধানীর পান্থপথ থেকে মার্চেন্ডাইজার মো. আবদুল্লাহ আল জাবেদ বলেন, দলকে গুছিয়ে ভবিষ্যতে সুশৃঙ্খল আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। অন্যদিকে সুযোগ-সন্ধানী নেতাদের বাদ দিয়ে ত্যাগীদের নিয়ে দল পুর্নগঠন করতে হবে।

সন্দ্বীপ পৌর স্বেচ্ছাসেবক দল নেতা হাছান মাহমুদ রাহেল বলেন, বিএনপির বর্তমান অবস্থা ধেকে আমরা হতাশাগ্রস্ত। খালেদা জিয়াকে দলের কেন্দ্রীয় দায়িত্বে থেকে দলকে গোছানোর কাজে নজর দিতে হবে।

মৌলভীবাজারের উমেদ টেলিকমের সুজন বলেন, জামায়াতকে বাদ দিতে হবে বিএনপিকে। একই কথা বেলছেন, চট্টগ্রামের কালুরঘাটের সিএনএ গ্রুপের এক্সিকিউটিভ সুমন, নোয়াখালীর হাতিয়ার স্কুল শিক্ষক শরীফ উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।