ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

ফখরুলকে ভারমুক্ত চান বেসরকারি চাকুরে সাইদ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৯, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
ফখরুলকে ভারমুক্ত চান বেসরকারি চাকুরে সাইদ

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারমুক্ত করা দরকার বলে মনে করেন বেসরকারি চাকরিজীবী সাইদ। ঢাকার সেগুনবাগিচা থেকে বৃহস্পতিবার নাগরিক মন্তব্যে টেলিফোনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তার মতে, এতেও দলে অনেকটা গতিশীলতা আসবে।

সাইদের গ্রামের বাড়ি ফেনীতে এবং পড়াশোনাও ফেনী সরকারি কলেজে।

তার মতে, সরকার যতক্ষণ জামায়াতকে না বলবে, ততক্বষণ পর্য়ন্ত জামায়াতকে বিএনপি সঙ্গে রাখলে আমি কোনো সমস্যা দেখিনা। অতীতেও জোটগত আন্দোলন হয়েছে, তাই বিএনপিরও জোটগত আন্দোলনেই থাকা উচিত।

তারেক রহমানের ফিরে আসা প্রসঙ্গে তিনি বলেন, জেল জুলুম ভয় পেলে চলবেনা, বরং দেশে এসে তা মোকাবেলা করা উচিত।  

বিএনপি দশম নির্বাচনে অংশ না নিয়ে ঠিকই করেছে বলেও মনে করেন তিনি।

তার মতে, বিএনপি যদি নির্বাচনে যেতো, তারপরও আওয়ামী লীগ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল পাল্টিয়ে ফেলতো। । তখন আর বিএনপির বলার আর কোনো জায়গা থাকতো না।

নিজেকে বিএনপির একজন সমর্থক উল্লেখ করে সাইদ বলেন, শহীদ জিয়ার ১৯দফার সঙ্গে বর্তমান বিএনপির মিল নেই। তবে আবার ক্ষমতায় গেয়ে আমার মনে হয় পরিশুদ্ধ হবে বিএনপি। গতবারের ভুল আর করবে না।   আর আন্দোলন চাই, তবে সহিংসতা যেনো না হয় তার দিকে খেয়াল রাখতে হবে।

আর আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপে রাখতে হবে বলেও মত দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

জিয়ার আদর্শ থেকে হাজার হাজার মাইল দূরে বিএনপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।