ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

রাজাকারদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া বিএনপি চান রাজিব

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
রাজাকারদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া বিএনপি চান রাজিব

ঢাকা: জামায়াতের সঙ্গ ছাড়া এবং রাজাকারদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়া বিএনপির প্রত্যাশা করেন রাজিব আহসান।

বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।



দলটির কাছে আপনার প্রত্যাশা কি? এমন প্রশ্নের জবাবে রাজিব বলেন, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করা। অতীতের দুর্নীতির জন্য রাজনৈতিকভাবে ক্ষমা চেয়ে নতুন করে দুর্নীতির বিরুদ্ধে প্রতিশ্রুতি দেয়া।

বিএনপির কি দ্রুতই আন্দোলন কর্মসূচিতে যাওয়া উচিত? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একদমই , না।   মানুষ পুড়ানোর জন্য দলটি এমনিতেই সাধারণ মানুষের থেকে দূরে চলে গেছে। এখন কোনো কঠোর কর্মসূচি দেয়া হবে নিজের পায়ে কুড়াল দেবার মতো। ক্ষমতায় যাবার ইস্যু নিয়ে আন্দোলন না করে বরং সাধারণ মানুষের মৌলিক দাবি নিয়ে সরকারকে চাপে রাখা। মানুষের পালস বুঝতে হবে, তবেই না এটা মানুষের প্রাণের দল হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।