ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

বিএনপিকে সংগঠিত হওয়ার পরামর্শ মগবাজারের মামুনের

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
বিএনপিকে সংগঠিত হওয়ার পরামর্শ মগবাজারের মামুনের

ঢাকা: বিএনপিকে আরও সংগঠিত হওয়ার পরামর্শ দিয়েছেন রাজধানীর মগবাজারের বাসিন্দা মামুন।

বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ পরামর্শ দেন।



মামুন বলেন, কোনো আন্দোলনেই তারা কার্যকর ভূমিকা পালন করতে পারছে না।

তিনি বলেন, নেতা হতে হলে রাজপথে থাকতে হবে। মামলার আসামিও হতে হবে, মারও খেতে হবে। তবেই দাবি আদায় সম্ভব হবে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ভাষণ দিয়ে দাবি আদায় হবে না।

আগামীতে বিএনপিকে দেশের স্বার্থে আরও সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান মামুন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

জোবাইদা রহমানকে রাজনীতিতে আনা উচিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।