ঢাকা: বিএনপিকে আরও সংগঠিত হওয়ার পরামর্শ দিয়েছেন রাজধানীর মগবাজারের বাসিন্দা মামুন।
বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ পরামর্শ দেন।
মামুন বলেন, কোনো আন্দোলনেই তারা কার্যকর ভূমিকা পালন করতে পারছে না।
তিনি বলেন, নেতা হতে হলে রাজপথে থাকতে হবে। মামলার আসামিও হতে হবে, মারও খেতে হবে। তবেই দাবি আদায় সম্ভব হবে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ভাষণ দিয়ে দাবি আদায় হবে না।
আগামীতে বিএনপিকে দেশের স্বার্থে আরও সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান মামুন।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
জোবাইদা রহমানকে রাজনীতিতে আনা উচিত