শেষ হলো বাংলানিউজের নাগরিক মন্তব্যে পাঠকের অংশগ্রহণের সময়। তবে এখনো আমাদের হাতে অনেক পাঠকের মন্তব্য-প্রতিক্রিয়া জমা আছে।
এ আয়োজনে পাঠকের সাড়ায় বাংলানিউজ অভিভূত। তাই নাগরিক মন্তব্য গ্রহণের সময় প্রথমে দুপুর ২টা পর্যন্ত ঘোষণা করা হলেও পরে দু’ঘণ্টা বাড়িয়ে বিকেল ৪টা পর্যন্ত করা হয়। শত শত পাঠক ফোন, মেইল ও ফ্যাক্সে তাদের প্রতিক্রিয়া জানান। সব পাঠকের প্রতি রইলো বাংলানিউজের অকৃত্রিম কৃতজ্ঞতা।
** কেমন বিএনপি চান বলতে পারেন বিকাল ৪টা পর্যন্ত