ঢাকা: খালেদা জিয়াকে ঘরে বসে এসির বাতাস খেয়ে টেলিভিশন দেখে আর টেলিফোনে নেতাকর্মীদের হুকুম দিয়ে আন্দোলন করলে হবে না বলে মন্তব্য করেছেন মৌলভীবাজারের ব্যবসায়ী এম মুসলিম চৌধুরী।
বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আয়েশি মনোভাব ছেড়ে রাজপথে নামতে হবে তবেই আন্দোলন জমবে। সব নেতাকর্মী উৎসাহ পাবেন। সাহস নিয়ে জনগণের অধিকার আদায় এগিয়ে আসতে হবে, তবে যেসব বিষয়ে আন্দোলন করতে হবে দেশ ও জনগণের শার্থে।
জোট থেকে শুধু জামায়াতকে বাদ দিলেই বর্তমান বিএনপি শুদ্ধ হবে বলে আমি মনে করি। কারন এ জামায়াতের কারণে বিএনপিতে ও দ্বি-মত দেখা যাচ্ছে।
রাজাকারদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া বিএনপি চান রাজিব
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪