ঢাকা: নির্বাচনে অংশ না নিয়ে আওয়ামী লীগকে শিক্ষা দিয়েছে বিএনপি বলে বংলানিউজকে জানিয়েছেন চট্টগ্রাম বাঁশখালির মো. রাশেদ।
একই ধরনের মন্তব্য করেছেন সিলেট কাজল শাহ মেডিকেল রোড এলাকার বাসিন্দা সাদিকুর রহমান।
সাদিকুর রহমান আরো বলেন, তারেক রহমানকে যত দ্রুত সম্ভব দেশে ফিরে এসে বিএনপির হাল ধরতে হবে। বিএনপি-জামায়াত একসঙ্গে থেকে আরো কঠোর আন্দোলন করতে হবে বলেও জানান তিনি।
তবে জামায়াতকে ছেড়ে বিএনপির সুনির্দিষ্টভাবে জোট গঠন করে রাজনীতি করার পক্ষে মত দিয়েছেন রাশেদ।
তারেক রহমানের দেশে আসার পক্ষে মত দিয়ে তিনি বলেন, তিনি দেশে আসলে গ্রেফতার করা হবে অন্যায়।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪