ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

নির্বাচনে না এসে আ’লীগকে শিক্ষা দিয়েছে বিএনপি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
নির্বাচনে না এসে আ’লীগকে শিক্ষা দিয়েছে বিএনপি

ঢাকা: নির্বাচনে অংশ না নিয়ে আওয়ামী লীগকে শিক্ষা দিয়েছে বিএনপি বলে বংলানিউজকে জানিয়েছেন চট্টগ্রাম বাঁশখালির মো. রাশেদ।

একই ধরনের মন্তব্য করেছেন সিলেট কাজল শাহ মেডিকেল রোড এলাকার বাসিন্দা সাদিকুর রহমান।

তিনি বলেন- দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের স্বপক্ষে সঠিক ও যথোপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

সাদিকুর রহমান আরো বলেন, তারেক রহমানকে যত দ্রুত সম্ভব দেশে ফিরে এসে বিএনপির হাল ধরতে হবে। বিএনপি-জামায়াত একসঙ্গে থেকে আরো কঠোর আন্দোলন করতে হবে বলেও জানান তিনি।

তবে জামায়াতকে ছেড়ে বিএনপির সুনির্দিষ্টভাবে জোট গঠন করে রাজনীতি করার পক্ষে মত দিয়েছেন রাশেদ।

তারেক রহমানের দেশে আসার পক্ষে মত দিয়ে তিনি বলেন, তিনি দেশে আসলে গ্রেফতার করা হবে অন্যায়।


বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।