ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

বিএনপির নেতৃত্বে ত্যাগী-তরুণদের আনতে হবে

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
বিএনপির নেতৃত্বে ত্যাগী-তরুণদের আনতে হবে

ঢাকা: বিএনপির নেতৃত্বে ত্যাগী ও তরুণদের নিয়ে আসার পরামর্শ দিয়েছেন ছাত্রদলের সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক নাদিয়া পাঠান পাপন। একইসঙ্গে আন্দোলন জোরালো করার স্বার্থে দলের আংশিক কমিটিগুলোকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।



বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এ পরামর্শ দেন তিনি।

রাজধানীর বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর নাদিয়া পাঠান মনে করন, বিএনপি জনপ্রিয় দল। এই জনপ্রিয়তার প্রমাণ গত ৫  জানুয়ারির ‘কথিত’ নির্বাচনে পাওয়া গেছে। কিন্তু কর্মীনির্ভর হতে পারছে না। জনগণ ভোট দেবে, কিন্তু রাজপথে থাকবে না। যদি কর্মীরা রাজপথে থাকে, তবে তাদের পিছু পিছু জনগণও দাবি আদায়ে রাজপথে থাকবে।

তিনি বলেন, আমরা হৃদয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ‍লালন করছি। কিন্তু সেই আদর্শের জন্য রাজপথে নামতে পারছি না, একমাত্র কর্মীনির্ভর না হতে পারার কারণে। কোনো দাবিই আন্দোলন ছাড়া আদায় হয় না। সুতরাং বিএনপিও আন্দোলন ছাড়া দাবি আদায় করতে পারবে না।

নাদিয়া পাঠান বিএনপিকে পরামর্শ দিয়ে বলেন, আন্দোলনের জন্য বিশেষত ঢাকার কমিটিগুলো চাঙ্গা করতে হবে। আংশিক কমিটি পূর্ণাঙ্গ করতে হবে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, বিশ্ববিদ্যালয়, কলেজ ও হল কমিটিগুলো গঠন করতে হবে। ত্যাগী ও তরুণ নেতৃত্বকে সামনে আনতে হবে। যারা দলের জন্য প্রাণ দিতে প্রস্তুত তাদের কমিটিতে না রাখলে আন্দোলন জমবে না।

রাজপথের আন্দোলনের পরীক্ষিত সৈনিকরা বিপদে পড়লে-ক্ষতিগ্রস্ত হলে তাদের খোঁজ নেওয়া হয় না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ছাত্রদলের একজন নেত্রী হিসেবে এ বিষয়ে দলকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান নাদিয়া পাঠান।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।