ঢাকা: বিএনপিতে তরুণ নেতৃত্ব চান নওগাঁর রফিকুল ইসলাম মিলন। এছাড়া তিনি চান বিএনপি জামায়াতের সঙ্গ পরিত্যাগ করুক।
বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে মিলন আরও বলেন, ঢাকায় নতুন কমিটি দিতে হবে, গাড়িতে আগুন দেওয়া বন্ধ করতে হবে। তারেককে বাংলাদেশে এসে নেতৃত্ব গ্রহণ করতে হবে।
এদিকে মিজানুর রহমান নামের অপর এক পাঠক বলেন, তিনি খালেদা ও তারেক মুক্ত বিএনপি দেখতে চান। এছাড়া এখনই আন্দোলনে না নেমে তৃণমূল থেকে দল গুছিয়ে তারপর মাঠে নামার পক্ষে মত দেন তিনি।
ওমর ফারুক বাবলু নামের অপর এক পাঠক বলেন, তারেক রহমানকে অবশ্যই বাংলাদেশে ফিরে আসতে হবে। এছাড়া দল থেকে দুর্নীতিবাজ নেতাদের সরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
* খালেদাকে রাজপথে নামতে হবে