ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

এখনই জামায়াত ত্যাগ উচিত হবে না বিএনপির

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
এখনই জামায়াত ত্যাগ উচিত হবে না বিএনপির

ঢাকা: জামায়াতের সঙ্গে বিএনপির এই মুহূর্তে থাকা উচিত। বিএনপি এখনই জামায়াতকে ছাড়লে আওয়ামী লীগ নিয়ে নেবে।

৯৬ সালে এমনটাই হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বাংলানিউজের ‘নাগরিক মন্তব্যে’ এভাবেই নিজের অভিমত ব্যক্ত করেন ধানমন্ডির বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মহসিনুর রহমান জুয়েল।

জুয়েল মনে করেন, বর্তমান স্থায়ী কমিটি থেকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীকে বাদ দেয়া উচিত। স্থায়ী কমিটিতে তরুণদেরও স্থান দেয়া উচিত।

তিনি আরও বলেন, ঢাকা মহানগরকে পুনর্গঠিত করতে হবে। আন্দোলনের সময় নিহতদের পরিবারের নাম ঠিকানা নিয়ে তাদের পরিবারকে সহায়তা করতে হবে।

তিনি বলেন, তারেক জিয়ার এই মুহূর্তে দেশে না আসাটাই ভাল।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।