ঢাকা: জামায়াতের সঙ্গে বিএনপির এই মুহূর্তে থাকা উচিত। বিএনপি এখনই জামায়াতকে ছাড়লে আওয়ামী লীগ নিয়ে নেবে।
বৃহস্পতিবার বিকেলে বাংলানিউজের ‘নাগরিক মন্তব্যে’ এভাবেই নিজের অভিমত ব্যক্ত করেন ধানমন্ডির বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মহসিনুর রহমান জুয়েল।
জুয়েল মনে করেন, বর্তমান স্থায়ী কমিটি থেকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীকে বাদ দেয়া উচিত। স্থায়ী কমিটিতে তরুণদেরও স্থান দেয়া উচিত।
তিনি আরও বলেন, ঢাকা মহানগরকে পুনর্গঠিত করতে হবে। আন্দোলনের সময় নিহতদের পরিবারের নাম ঠিকানা নিয়ে তাদের পরিবারকে সহায়তা করতে হবে।
তিনি বলেন, তারেক জিয়ার এই মুহূর্তে দেশে না আসাটাই ভাল।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪