ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

বিএনপিকে গঠনমূলক দল হিসেবে দেখতে চাই

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৮, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
বিএনপিকে গঠনমূলক দল হিসেবে দেখতে চাই

ঢাকা: বিএনপিকে একটি গঠনমূলক রাজনৈতিক দল হিসেবে দেখতে চাই বলে মন্তব্য করেছেন করেছেন এখালছ উদ্দিন গ্রুপের ম্যানেজার (মার্কেটিং) সোহেল রানা।  

তিনি বলেন, আমার প্রত্যাশা দলটি দেশে গঠনমূলক রাজনীতি করবে।



বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এখনই বিএনপিকে দ্রুত আন্দোলনে যাওয়া উচিত হবে না। আগের তাদের আটককৃত নেতাকর্মীদের কারাগার থেকে বের করে আনতে হবে। দলের ভেতে শুদ্ধি অভিযান চালানো দরকার।

তিনি বলেন, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া উচিত ছিলো। জনগণ তাদের ভোট দিতেন, তারা নির্বাচনে জয়লাভ করতেন। তিনি উদাহরণ হিসেবে বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লাহ খানের সঙ্গে প্রতিদ্বন্ধীতা করে বিপুর ভোটের ব্যাবধানে জয়লাভ করেছিলেন অধ্যাপক মান্নান।

তিনি বলেন, এই মুহুর্তে তারেক রহমানে দেশে আসা দরকার নেই। দলের অনেক নীতি নির্ধারকরা রয়েছে। কিছুটা হলেও দলের নেতাকর্মীরা জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

** ফখরুলকে ভারমুক্ত চান বেসরকারি চাকুরে সাইদ

ফখরুলকে ভারমুক্ত চান বেসরকারি চাকুরে সাইদ
ফখরুলকে ভারমুক্ত চান বেসরকারি চাকুরে সাইদ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।