ঢাকা: কোনো দলের নেতৃত্বে যখন ব্যারিস্টার-অ্যাডভোকেট-ডাক্তার-আমলা-ব্যবসায়ী বেশি থাকেন, তখন সে দল দাবি আদায়ে রাজপথে নামতে পারবে- এমন আশা করা যায় না। রাজপথে নেমে দাবি আদায়ের জন্য লাগে সত্যিকারের রাজনীতিবিদের নেতৃত্ব।
বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এ কথা বলেন রাজধানীর ধানমণ্ডির বাসিন্দা ব্যবসায়ী রায়হান মাহমুদ।
তিনি বলেন, বিএনপির বর্তমান স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, নির্বাহী কমিটিসহ শীর্ষ পর্যায়ের কমিটিগুলোর দিকে নজর দিলেই স্পষ্ট হবে দলটির আন্দোলনে ব্যর্থতার কারণ। এসব কমিটির বেশিরভাগ নেতাই পেশাগত জীবনে ব্যারিস্টার, অ্যাডভোকেট, ডাক্তার, শিক্ষাবিদ, আমলা, ব্যবসায়ী। নিজেদের এই পেশা রেখে কেন তারা রাজপথে নামবেন? রাজপথে নামবেন তো সত্যিকারের রাজনীতিকরা। এরাতো রাজনীতিক নন, পার্টটাইম রাজনীতি করেন।
রায়হান মাহমুদ বলেন, বিএনপিকে এই পার্টটাইম রাজনৈতিক নেতৃত্ব বাদ দিতে হবে। এই নিরুদ্যমী বয়োবৃদ্ধরা রাজপথের আন্দোলনে কখনোই নেতৃত্ব দিতে পারবেন না।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
* শক্তিশালী ও সক্রিয় বিএনপি দেখতে চাই