ঢাকা: বিএনপিকে আরো আধুনিক হতে হবে। পুরাতন আন্দোলনের ধারা বাদ দিয়ে নতুন আধুনিক ধারায় আন্দোলন করতে হবে।
বিএনপি নতুন ধারার রাজনীতি শুরু করে আধুনিক বাংলাদেশ গড়ার দিকে নজর দিক বলেও মন্তব্য করেন এই পাঠক।
তিনি আরও মনে করেন, বিএনপিতে সাহসী নেতার অভাব। তাই ত্যাগী ও সাহসী নেতাদের নেতৃত্বে আনা প্রয়োজন।
অবশ্যই দ্রুত আন্দোলনে যাওয়া উচিত। তবে দলকে সব সময়ই গুছিয়ে রাখতে হবে।
তার মন্তব্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না গিয়ে অবশ্যই বিএনপি সঠিক কাজ করেছে। যেভাবে দশম নির্বাচনে অনিয়ম ও ভোট ডাকাতি হয়েছে তাতে বিএপি নির্বাচনে গেলেও ১৫-২০টির বেশি সংসদীয় আসন পেতো না।
বিএনপির মতো বড় দলের অর্থনৈতিক-রাজনৈতিক কর্মসূচি নিয়ে একাই এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকা উচিত। তবে অন্যদের সঙ্গে নিলে সেটা আরো জোরালো হয়।
তারেক রহমানের প্রত্যাবর্তন অবশ্যই প্রত্যাশিত তার কাছে। তবে তারেককে অনেক পরিবর্তিত হতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
হালিম আজাদের মতে, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ থেকে বিএনপি অনেকটাই বিচ্যুত। এজন্যই বিএনপির এ দুরবস্থা।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
তরুণ নেতৃত্ব চান নওগাঁর মিলন