ঢাকা: দলীয় স্বজনপ্রীতি ও দুর্নীতিমুক্ত বিএনপি চান জাকির হোসেন। তিনি বলেন, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় বিএনপি যেমন ছিলো ঠিক তেমন বিএনপি চান তিনি।
দল গুছিয়ে সমমনা সব দলের সাথে ঐক্য করে বিশিষ্ট নাগরিকদের মতামত নিয়েই বিএনপিকে আন্দোলনের দিকে আগানো উচিত বলেও পরামর্শ দেন তিনি।
এছাড়া নির্বাচনে অংশ না নেওয়া বিএনপির সঠিক সিদ্ধান্ত ছিলো উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ছাড়া দশম জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের উপস্থিতি ছিল না বললেই চলে। সুতরাং প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনে অংশগ্রহণ না করে ঠিক কাজটিই করেছে বিএনপি।
তিনি আরও বলেন, বিএনপি একা এগিয়ে যেতে পারলে ভালো, কিন্তু বর্তমানে যেহেতু তারা অন্যান্য ছোট দলগুলোর সাথে ঐক্যবদ্ধ সেহেতু সবাইকে নিয়েই আন্দোলনের পথে অগ্রসর হওয়া উচিত।
জাকির হোসেন বলেন, জিয়াউর রহমানের আদর্শের করণেই বিএনপি দুই বার ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে। কিন্তু তার অযোগ্য কুলাঙ্গার ছেলে সব সুনাম ধুলিসাৎ করে দিয়েছে। তাই তারেককে দলের প্রধানের ভূমিকা কিংবা সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেয়া উচিত।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
** বিএনপিকে গঠনমূলক দল হিসেবে দেখতে চাই