ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

তারেক ফিরলে জীবননাশের আশঙ্কায় কালাম

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
তারেক ফিরলে জীবননাশের আশঙ্কায় কালাম

ঢাকা: ‘তারেক দেশে ফিরলে তাকে মেরে ফেলা হবে। তাই তার দেশে ফেরা এ মুহূর্তে নিরাপদ নয়।

তার আসা মানেই জীবননাশ’- বললেন ঢাকার পল্টনের আবুল কালাম আজাদ।
 
বাংলানিউজের নাগরিক মন্তব্যের প্রশ্নের জবাবে বেসরকারি কোম্পানির কর্মকর্তা কালাম আরও বলেন, বিরোধী দলীয় নেতাকর্মী হত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। পালিয়ে না থেকে খালেদা জিয়ার ডাকে সব নেতাদের মাঠে নামতে হবে।
 
তিনি বলেন, ২০০৫ সালের পরে বিএনপি যেমন ছিল তেমন দেখতে চাই। আপোসহীন দল হিসেবে দেখা দিলে বিএনপির অবস্থান আগের মতো পোক্ত হবে।
 
কালাম বলেন, সাধারণ কর্মীদের বাঁচাতে খালেদার পক্ষ থেকে কখনো কোনো নির্দেশনা আসেনি, যা কর্মীদের নিরাপত্তাহীনতার মূল কারণ।
 
অপর প্রশ্নের জবাবে কালাম বলেন, নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত শতভাগ ঠিক ছিল বিএনপির। তারা অংশ না নেওয়ায় এ নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে। কোনো রাষ্ট্রই এই সরকারকে সেভাবে অভিনন্দন জানায়নি।
 
কালাম বলেন, বিএনপিকে জোটে থেকেই আন্দোলন করা উচিত। জামায়াতকে বাদ দেওয়ার কিছু নেই। এদের বাদ দিলে কী রাজনীতি করা বন্ধ রাখবে দলটি? জামায়াত তখন চরমপন্থী দল হিসেবে আত্মপ্রকাশ করবে। তার চেয়ে বিএনপির সঙ্গে থেকে তারা সুস্থ ধারার রাজনীতি করতে চাইছে।
 
তিনি বলেন, বিএনপি এখন শতভাগ জিয়ার আদর্শের দল। বহুদলীয় গণতন্ত্র চালাচ্ছেন খালেদা জিয়া।
 
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

* দলীয় স্বজনপ্রীতি ও দুর্নীতিমুক্ত বিএনপি চান জাকির হোসেন
* বিএনপিকে গঠনমূলক দল হিসেবে দেখতে চাই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।