ঢাকা: বিএনপিকে জামায়াত-শিবিরের সঙ্গ ত্যাগের পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দা শাজ্জাদ।
বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এ পরামর্শ দেন তিনি।
শাজ্জাদ মনে করেন, সমর্থকদের সরাসরি ভোটে তৃণমূল থেকে দলটির নেতৃত্ব উঠে আসা উচিত।
একইসঙ্গে দাবি আদায়ে সরকারবিরোধী আন্দোলনে নামার আগে বিএনপির দল গোছানো উচিত বলেও মনে করেন শাজ্জাদ।
তবে কোনোভাবেই যেন বিএনপি জামায়াত-শিবিরের ওপর নির্ভরশীল হয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখা উচিত বলেও মন্তব্য করেন সিডনী প্রবাসী শাজ্জাদ।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪