ঢাকা: তৃণমূলের মতামতের ভিত্তিতে কমিটি গঠনের জন্য বিএনপির প্রতি পরামর্শ দিয়েছেন সোহেল আহসান নিপু।
নাগরিক মন্তব্যে অংশ নিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই ডেপুটি রেজিস্ট্রার বাংলানিউজকে বলেন, একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই-বিএনপিকে প্রথমত দলের বিভিন্ন কমিটিগুলোকে তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে গঠন করতে হবে।
দলের সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটিতে তরুণ এবং দলের প্রতি একনিষ্ঠ এমন যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে।
ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সহযোগী সংগঠনগুলোকে তরুণ নেতৃত্বের অধীনে আনতে হবে। মূল্যায়িত করতে হবে মাঠের আন্দোলনে সক্রিয় নেতাদের। দলের ভেঙ্গেপড়া নেতা-কর্মীদের চাঙ্গা করার জন্য বেগম খালেদা জিয়াকে অতি দ্রুত বিভিন্ন বিভাগ, জেলা, সম্ভব হলে উপজেলা সফর করতে হবে।
সম্ভব হলে তারেক জিয়ার পরিবর্তে তার স্ত্রী জোবায়দা রহমানকে দলের নেতৃত্বে নিয়ে আসতে হবে।
মিডিয়ার সাথে দলের সুসম্পর্ক তৈরি করতে হবে। এজন্য তোষামোদকারী মিডিয়া উইংয়ে পরিবর্তন আনতে হবে।
সর্বোপরি কেন্দ্রীয় কার্যালয়ের দায়িত্বে যেসব নেতারা রয়েছেন তাদের দ্রুত অপসারণ করতে হবে। যেন সাধারণ নেতা-কর্মীরা বেগম খালেদা জিয়ার সাথে নিয়মিত দেখা করে তার পরামর্শমতো দলীয় কার্যকলাপ পরিচালনা করতে পারেন।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪