ঢাকা: তারেক বিএনপিকে ধ্বংস করেছেন বলে দাবি করেছেন দীপ নামের এক পাঠক।
বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি বলেন, তারেক রাজনীতিবিদ নয়।
চট্টগ্রাম থেকে রাসেল চৌধুরী নামের অপর এক পাঠক বলেন, বিএনপিকে আগে দল গুছাতে হবে। জিয়া পরিবারের বদলে দলের অভিজ্ঞ নেতাদের দিয়ে নতুন করে কমিটি গঠন করতে হবে।
এসএম রিয়াজুল ইসলাম নামের এক পাঠক বলেন, গোপন ব্যালটের মাধ্যমে তৃণমূল থেকে নেতা নির্বাচিত করতে হবে। সত্যিকারের ছাত্রদের ছাত্রদলে রাখতে হবে। সত্যিকারের যুবককে যুবদলে রাখতে হবে।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রয়ারি ১৩, ২০১৪