ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

তারেক বিএনপিকে ধ্বংস করেছেন, দীপের দাবি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
তারেক বিএনপিকে ধ্বংস করেছেন, দীপের দাবি

ঢাকা: তারেক বিএনপিকে ধ্বংস করেছেন বলে দাবি করেছেন দীপ নামের এক পাঠক।

বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি বলেন, তারেক রাজনীতিবিদ নয়।

একজন খুনী ও দুর্নীতিবাজ। তার বাংলাদেশে আর ফিরে আসা উচিত হবে না। তারেক বিএনপিকে ধ্বংস করে দিয়েছেন।

চট্টগ্রাম থেকে রাসেল চৌধুরী নামের অপর এক পাঠক বলেন, বিএনপিকে আগে দল গুছাতে হবে। জিয়া পরিবারের বদলে দলের অভিজ্ঞ নেতাদের দিয়ে নতুন করে কমিটি গঠন করতে হবে।
 
এসএম রিয়াজুল ইসলাম নামের এক পাঠক বলেন, গোপন ব্যালটের মাধ্যমে তৃণমূল থেকে নেতা নির্বাচিত করতে হবে। সত্যিকারের ছাত্রদের ছাত্রদলে রাখতে হবে। সত্যিকারের যুবককে যুবদলে রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।