ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পূর্ণাঙ্গ মহাসচিব করার দাবি জানিয়েছেন ফেনী জেলার সোনাগাজী উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কে এ ফখরুদ্দিন।
বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ পরামর্শ দেন।
তিনি বলেন, ভারপ্রাপ্ত মহাসচিবের ভারমুক্ত করে তাকে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব দিলে মির্জা ফখরুল দলের সাংগঠনিক কার্যক্রম ও আন্দোলন ভালোভাবে পরিচালনা করতে পারবেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার আহ্বানে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে সারাদেশের তৃণমূল বিএনপি নেতা-কর্মীরা সফলভাবে অংশগ্রহণ করলেও ঢাকা মহানগর বিএনপির ব্যর্থতায় আন্দোলন সফল হয়নি।
এ সময় তিনি ঢাকা মহানগর বিএনপি পুনর্গঠনেরও দাবি জানান।
ছাত্রদল প্রসঙ্গে বিএনপি’র এই তৃণমূল নেতা বলেন, আন্দোলন জোরদারে ছাত্র আন্দোলনের ভূমিকা অপরিসীম। ছাত্র রাজনীতিতে ছাত্রদের সংশ্লিষ্টতা জরুরি। ছাত্রদের নেতৃত্বেই ছাত্রদল পরিচালনা করতে হবে। অ-ছাত্র দিয়ে কমিটি গঠন করা ছাত্রদলের জন্য মঙ্গলজনক নয়।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
ত্যাগী ও সাহসী নেতাদের নেতৃত্বে আনার পরামর্শ হালিম আজাদের