ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

নির্দেশ নয়, বিএনপি নেতাদের নেতৃত্ব দিতে হবে

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
নির্দেশ নয়, বিএনপি নেতাদের নেতৃত্ব দিতে হবে

ঢাকা: বিএনপির নেতাদের নির্দেশ নয়, নেতৃত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন দিবালোক কে. চক্রবর্তী। বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এ পরামর্শ দেন তিনি।



দিবালোক বলেন, বিএনপি ও তার নেতারা একটি প্রতিষ্ঠানের মতো কাজ করছেন। এখানে একজন ‍মুখপাত্র সংবাদ সম্মেলন করছেন এবং অন্য নেতারা দলের সদস্যদের অধীনস্থ কর্মচারীর মতো রাজপথে নেমে আন্দোলন করার নির্দেশ দিচ্ছেন। নেতারা কখনো নির্দেশ দেন না, তারা নেতৃত্ব দেন এবং আন্দোলনের পথ দেখিয়ে দেন। বিএনপি নেতাদের মানসিকতারও পরিবর্তন জরুরি।

গত নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি সঠিক কাজ করলেও তারা এই অ-অংশগ্রহণমূলক নির্বাচন থেকে সুবিধাও নিতে পারেনি তারা এবং নিজেদের অবস্থানও ধরে রাখতে পারেনি বলে মন্তব্য করেন দিবালোক।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।