ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

বিএনপিকে জামায়াত ছাড়তে হবে

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
বিএনপিকে জামায়াত ছাড়তে হবে

ঢাকা: ‘কেমন বিএনপি চান’ নাগরিক মন্তব্যে অংশ নিয়ে বাংলানিউজের পাঠক দেলোয়ার হোসেন বলেছেন, আমাদের দেশের সাধারণ মানুষ জামায়াতকে ঘৃণা করে। কেননা তারা যুদ্ধাপরাধী।



তিনি বলেছেন, ‘অবশ্যই বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়তে হবে। ’

বিএনপির বর্তমান অবস্থার জন্য জামায়াতকে দায়ী করে তিনি বলেছেন, বিএনপির কেন্দ্রীয় নেতারা তাদের ভুল বুঝতে পারবেন।

তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলকে গুটানোর পরামর্শ দিয়েছেন তিনি।

বিএনপির নেতাদের কেমন হওয়া উচিত সম্পর্কে আব্দুস সালাম নামে বাংলানিউজের আরেক পাঠক বলেছেন,  নেতাদের জিয়াউর রহমানের আর্দশের, শিক্ষিত, নিবেদিত, সৎ, নীতিবান ও গণতান্ত্রিকমনা হতে হবে।

তিনি বলেছেন, সব যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকার নিতে হবে বিএনপি’র।

তার মতে, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী হওয়ায় স্বৈরাচারী মনোভাব রাখা যাবে না। ধর্মীয় বিষয়ে শতভাগ উদারমনা হতে হবে বিএনপি নেতাদের। তারা দুর্নীতিমুক্ত ও দেশপ্রেমিক হবেন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

* নির্দেশ নয়, বিএনপি নেতাদের নেতৃত্ব দিতে হবে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।