ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

তারেককে রাজনীতি থেকে আজীবন নিষিদ্ধের দাবি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৫, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
তারেককে রাজনীতি থেকে আজীবন নিষিদ্ধের দাবি

ঢাকা: রাজাকারের গাড়িতে বাংলাদেশের পতাকা লাগানোর সুযোগ দেওয়ার জন্য খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা প্রার্থনা ও তারেক রহমানকে বিএনপির রাজনীতি থেকে আজীবন নিষিদ্ধের দাবি জানিয়েছেন মৌলভীবাজার জেলার ব্যবসায়ী সুজন।

বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে এ দাবি জানান তিনি তিনি।

একই সঙ্গে এ দুটি কাজ করলে মানুষ বিএনপিকে সহযোগিতা করবে বলে জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া থেকে আরেক ব্যবসায়ী সুলতান হরতাল অবরোধ মুক্ত কর্মসূচি চান।

তিনি বলেন, আমি চাই বিএনপি কূটনৈতিক নির্ভরতা কমাক। বাইরের দেশগুলোর উপর এত বেশি নির্ভর হলে হবে না। অনেক নেতা আছেন যাদের মূল্যায়ন হচ্ছে না।

জামায়াতের সঙ্গ ছাড়েলেই মানুষ বিএনপির সঙ্গে থাকবে বলে মন্তব্য তার।

ঘরে বসে না থেকে সবাইকে একসঙ্গে রাস্তায় নেমে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন ফেনীর মো. শহীদুল ইসলাম ভুইয়া।

পুরান ঢাকার মো. মাসুদ আলম বলেন, নির্বাচন না করে ভুল করেছে বিএনপি। নির্বাচনে গেলে ঠিকই বিএনপি ক্ষমতায় আসতো।

দুবাই থেকে সুজনের মন্তব্য, লাগাতর আন্দোলন দেওয়া উচিত। আর ভারপ্রাপ্ত মহাসচিব দিয়ে দল চলতে পারে না। পূর্ণ মর্যাদায় দলের মহাসচিব চাই।

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বাংলাদেশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো সাইদুর রহমান বলেন, তরুণ প্রজন্ম এবং ৪০ বছর বয়সীদের ছাত্রদলের কমিটিতে না রেখে শিক্ষার্থীদের কমিটিতে রাখতে হবে। এতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে অথচ এদের জন্য ছাত্রদলের আলাদা কোনো কমিটি নেই। এটা জরুরি।

দক্ষিণ জেলা চট্টগ্রামের আহ্বায়ক কমিটির সঞ্জয় চক্রবর্তী ম‍ানিক বলেন,  খালেদা জিয়ার কাছে আমার অনুরোধ ঢাকা সহ সারাদেশের কমিটিগুলোর ঠিকমতো কাজ করার ব্যবস্থা করা। একজন পূর্ণ মহাসচিব নিয়োগ দিলে দল আরও ভালো চলবে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বিএনপিকে জামায়াত ছাড়তে হবে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।