ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

দুটি বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
দুটি বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে

ঢাকা: পল্টন থেকে ব্যবসায়ী ফজলুর রহমান মামুন বলেন, বিএনপিকে আন্দোলনের ব্যাপারে দুটি বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। প্রথমত জামায়াতের সঙ্গ ছাড়বে কি ছাড়বে না তা জানাতে হবে।



দ্বিতীয়ত আওয়ামী লীগের গত আমলে আমরা দেখেছি সর্বদলীয় ছাত্রঐক্য গঠন করে আন্দোলন করা হয়েছিলো।

আবারো ছাত্রঐক্য গঠন করে আন্দোলন করতে হবে। তবে সেই আন্দোলন অবশ্যই অহিংস হতে হবে। এতে যদি কাউকে রাজপথে আটকও হতে হয়, তার জন্য প্রস্তুত থাকতে হবে।

সব ছাত্র সংগঠনগুলোকে সংঘটিত করে আন্দোলন চাঙ্গা করতে হবে। সুবিধাবাদীদের দল থেকে বাদ দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।