ঢাকা: ‘কেমন বিএনপি চান’ বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে নেত্রকোনোর মোহনগঞ্জের বাসিন্দা শরিফুজ্জামান খান বলেছেন, আমি বিএনপিতে বিশেষজ্ঞ ও জ্ঞানী রাজনীতিবিদ চাই।
বিএনপিকে জামায়াতে ইসলামী ছাড়ার পরামর্শ দিয়েছেন বাংলানিউজের এ পাঠক।
শরিফুজ্জামানের মতো ঢাকার দক্ষিণ খানের সামিমুল বদরুস সামাদ বিপুও বিএনপির নেতৃত্বে সঠিক ও যোগ্য ব্যক্তিদের আনার পরামর্শ দিয়েছেন।
দাবি আদায়ে আন্দোলন চালানোর ব্যাপারে বিএনপির প্রতি তার পরামর্শ, যেভাবে আন্দোলন করে সফল হওয়া যায় সেভাবে বিএনপিকে আন্দোলন করতে হবে। তবে আন্দোলন হতে হবে গণতান্ত্রিক উপায়ে
নাজমুল হোসেন নামে এক পাঠক বলেছেন, যোগ্যতা অনুযায়ী দলের সকল নেতা-নেত্রীদের যথাযথ মূল্যায়ন করা উচিত।
বাংলানিউজের আরেক পাঠক সিরাজাম মুনির বলেছেন, বিএনপি চেয়ারপারসন একজন জ্ঞানী। তার ওপর ভরসা রাখা যায়। তবে তার উচিত, জোট থেকে জামায়াতের সঙ্গে বের করে দেওয়া।
স্থায়ী কমিটিতে পরিবর্তন ও দলের ওপর নিজ পুত্র তারেক রহমানের প্রভাব কমানোর কথা বলেছেন তিনি।
তিনি বলেছেন, আন্দোলন সংগ্রামে কেন্দ্রীয় নেতাদের মাঠে থাকতে হবে। এতে তৃণমূল নেতারা উৎসাহ পাবেন।
তারেক ও জামায়াতমুক্ত বিএনপি চান ঢাকার টিকাটুলীর বাসিন্দা নাদিয়া।
আল-মামুন নামে বাংলানিউজের এক পাঠক বলেছেন, ঘরে বসে না থেকে যতদিন পর্যন্ত সফল হওয়া না যায় ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া উচিত বিএনপির।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪