ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ফিচার

নাগরিক মন্তব্য

খালেদাকে ৯০ সালের মত জ্বলে ওঠার পরামর্শ পলাশের

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৫, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
খালেদাকে ৯০ সালের মত জ্বলে ওঠার পরামর্শ পলাশের

ঢাকা: আন্দোলন সংগ্রামে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ৯০ সালের মত জ্বলে ওঠ‍ার পরামর্শ দিয়েছেন  কুয়েত প্রবাসী জাফর ইকবাল পলাশ।

বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।



পলাশ বলেন, মির্জা ফখরুলকে পূর্ণাঙ্গ সাধারণ সম্পাদক করতে হবে এবং আন্দোলনে খালেদা জিয়াকে ১৯৯০ সালের মত ভূমিকা পালন করতে হবে। দলের নিবেদিত প্রাণ কর্মীদের সামনে আনতে হবে। যারা সন্ত্রাসী তাদের দল থেকে বাদ দিতে হবে।

পাশাপ‍াশি তারেক রহমানকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে এনে নেতৃত্বে বসানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ঢাকা থেকে চাকরিজীবী নাজিম বলেন, তারেক রহমানকে নিয়েই বিএনপিকে এগিয়ে যেতে হবে।

এছাড়া দেশ ও দলের ভালোর জন্য খালেদা জিয়াকে অবসরে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।


অপরদিকে চাঁদপুরের শাহরাস্তি থেকে রাশেদ বলেছেন, বিএনপির উচিত জামায়াতকে ত্যাগ করা। যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে তাদেরও দল থেকে বাদ দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

তিনি বলেন, বিএনপি নেতাদের অবশ্যই মনে রাখতে হবে যে, বিএনপির প্রতিষ্ঠাতা একজন খ্যাতনামা মুক্তিযোদ্ধা।


বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।