ঢাকা: দলের ভেতরে গণতন্ত্রের চর্চা ও বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ নিয়ে কাজ করুক বিএনপির প্রত্যেক নেতাকর্মী এমনটাই প্রত্যাশা করেন চাঁপাইনবাবগঞ্জের দেলোয়ার হোসেন।
তিনি বলেন, উপজেলা নির্বাচন শেষে দল গুছিয়ে নিয়ে আন্দোলনে যাওয়া উচিত বিএনপির।
জাতীয় নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া উচিত ছিলো, তবে সবদিকের প্রস্তুতি নিয়ে।
তিনি মনে করেন, বিএনপির জামায়াতকে সঙ্গে নিয়ে আন্দোলন করুক। কারণ নির্বাচনে জামায়াত একটা ফ্যাক্টর।
এই মুহূর্তে তারেক রহমানের দেশে আসা উচিত হবে না উল্লেখ করে তিনি বলেন, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে সময়ই বলে দেবে কবে আসবেন তিনি।
তিনি আরো বলেন, বিএনপি এখনো জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আছে এবং আজীবন ধারণ করবে।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪