ঢাকা: বিএনপিকে যোগ্য নেতৃত্বের মাধ্যমে নতুন করে দল গঠন করতে হবে বলে বাংলানিউজের নাগরিক মন্তব্যে জানিয়েছেন চট্টগ্রামের আগ্রাবাদের ইমাম উদ্দিন।
তিনি বলেন, দলটাকে নতুন করে সংঘটিত করে কঠোর আন্দোলনের উদ্যোগ নিতে হবে এবং দলের নেতৃত্বে তারেক রহমানের বিকল্প নাই।
মিরপুরের বশির খান মন্তব্য করেন, নব্বইয়ের আন্দোলনে যারা দলের সঙ্গে ছিলেন তাদের নিয়ে কমিটি গঠন এবং তাদের মতামত শুনে দলীয় সমস্যা সমাধান করা উচিৎ।
ঢাকার উত্তরা থেকে শফিউর রহমান মন্তব্য করে বলেন, তারেক রহমান ছাড়া স্ট্যান্ডিং কমিটির নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব গড়ে তুলতে হবে।
খুলনার পাইকগাছা থেকে আল আমিন মন্তব্য করেন, বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে খালেদা জিয়ার যোগাযোগ রাখা উচিৎ।
নোয়াখালীর মাইজদী থেকে মামুন মন্তব্য করেন, বিএনপির কাছ থেকে সরকার পতন আন্দোলন চাই।
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আশিক মন্তব্য করেন, ভারপ্রাপ্ত মহাসচিব পদকে পূর্ণ মহাসচিব করা এবং ঢাকা মহানগরের সব কমিটির নেতাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করা উচিত।
এছাড়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরীকে দল থেকে এবং স্থায়ী কমিটি থেকে বাদ দেওয়া উচিত।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪