ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

গণতান্ত্রিক দেশ গড়ায় আপসহীন বিএনপি চান ইকবাল

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
গণতান্ত্রিক দেশ গড়ায় আপসহীন বিএনপি চান ইকবাল

ঢাকা: মেধাসম্পন্ন আধুনিক মননশীল নেতা-কর্মীর সমন্বয়ে জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে অগ্রসরমান বিএনপি আমাদের সকলের প্রত্যাশা।

দলটির কাছে আমাদের প্রত্যাশা, অতীতের সমস্ত গ্লানি ভুলে দেশকে একটি গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করতে আপসহীন ভূমিকা রাখবে।



‘কেমন বিএনপি চান’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এসব কথা বলেছেন বাংলানিউজকের পাঠক ইকবাল হোসেন।

বিএনপিকে পুরোদমে জেগে উঠতে কিছু পরামর্শ দিয়েছেন তিনি। ইকবাল হোসেন বলেছেন, দ্রুত বিএনপিকে নিজের ঘর  গোছাতে হবে।

তিনি বলেছেন, বিএনপির বর্তমান নেতারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আর্দশ থেকে চ্যুত হয়েছেন সেটি যেমন ঠিক নয়, তেমনি তারা সঠিকভাবে জিয়ার আদর্শ লালন করছেন সেটিও বলা যাবে না।

দশম জাতীয় সংসদে বিএনপির অংশগ্রহণ না করার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা-এমন প্রশ্নে তিনি বলেছেন, আরেকটি নির্বাচনে হলে তা বোঝা যাবে।

 

** খালেদাকে ৯০ সালের মত জ্বলে ওঠার পরামর্শ পলাশের

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।