ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

তৃণমূল নেতাকর্মীদের প্রাধান্য দিতে হবে

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৫, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
তৃণমূল নেতাকর্মীদের প্রাধান্য দিতে হবে

ঢাকা: তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের সম্পর্ক ভালো করতে হবে। তৃণমূলে যোগাযোগ বাড়াতে হবে।

এ কথা বলেছেন সিলেটের আশিকুর রহমান আশিক।

তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের প্রাধান্য দিতে হবে।

বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে এ কথা বলেন তিনি।

ঢাকার কারওয়ান বাজারের সোহাগ বলেছেন, দুর্নীতিমুক্ত, সৎ ও সাহসী নেতাকর্মী সম্বলিত বিএনপি দেখতে চান তিনি। একই চাওয়া ভোলার গিয়াসউদ্দিনের। তিনি তরুণ নেতৃত্ব দেখতে চান।

ঢাকার মিরপুর-১১ থেকে জাকির বলেন,  গণতান্ত্রিকমনা বিএনপি দেখতে চান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।