ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

তারেককে বিএনপির দায়িত্ব নেওয়ার পরামর্শ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৪, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
তারেককে বিএনপির দায়িত্ব নেওয়ার পরামর্শ

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দলের দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন মো. রাশেদুল হাসান ও শাহাদাত মোরশেদ।

বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এ পরামর্শ দেন তারা।



রাশেদুল হাসান বলেন, অতীতে অনেক ভুল করলেও তারেক রহমান এখন পরিণত হয়েছেন এবং নিজের ভুল বুঝতে পেরেছেন আশা করি। তার দল বিএনপি নেতৃত্ব শূন্যতায় ভুগছে। কেবল খালেদা জিয়া দলটিকে টেনে নিচ্ছেন। এই ‍অবস্থায় দলের দায়িত্ব নেওয়া উচিত তারেকের। তিনি নিজে সরাসরি দায়িত্ব না নিলেও পেছনে থেকে দলের কার্যকর পরামর্শকের ভূমিকা রাখতে পারেন।

শাহাদাত মোরশেদ বলেন, তারেক রহমান দুর্নীতি করেছেন এটা ঠিক। মানুষ ভুল করতেই পারে, তারেকও হয়তো ভুল করেছেন, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। এখন তার উচিত বিএনপির দায়িত্ব নেওয়া।

বিএনপি থেকে সকল দুর্নীতিবাজ নেতাকে অপসারণ করা উচিত বলেও মন্তব্য করেন শাহাদাত মোরশেদ।

কানাডার টরন্টো থেকে সাকিল বলেন, বাংলাদেশকে শেষ করে দেবেন না। বিএনপি সকল ষড়যন্ত্র নস্যাৎ করবে এবং খুব ভালো অবস্থানে ফিরে আসবে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।