ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

জামায়াতমুক্ত অহিংস বিএনপি চান সন্তোষ-সজল

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
জামায়াতমুক্ত অহিংস বিএনপি চান সন্তোষ-সজল

ঢাকা: জামায়াত-শিবিরমুক্ত অহিংস গণতান্ত্রিক দল বিএনপিকে দেখতে চান রাজধানী ঢাকার বাসিন্দা সন্তোষ বোস ও চট্টগ্রামের ‍রাঙ্গুনিয়ার বাসিন্দা সজল চৌধুরী।

বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তারা এ প্রত্যাশা ব্যক্ত করেন।



সন্তোষ বোস বলেন, যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের সঙ্গ ছেড়ে সহিংসতা পরিহার করে গণতান্ত্রিক ধারায় ফিরে আসা উচিত বিএনপির।

এছাড়া, দেশের উন্নয়নমূলক কাজে সরকারকে সহযোগিতা করতেও বিএনপির প্রতি আহ্বান জানান সন্তোষ।

সজল চৌধুরী বলেন, আল কায়দার মতো সন্ত্রাসী সংগঠন জামায়াত-শিবিরকে শতভাগ বর্জন করা উচিত বিএনপির।

জনগণকে সন্তুষ্ট করতে বিএনপিকে আধুনিক গণতন্ত্র শেখার পরামর্শ দিয়ে সজল বলেন, তাদের ‘সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে’। কোনো বিদেশি বাংলাদেশের বিষয় জড়াতে পারবে না এমনটি বললেও বিএনপি নিজেই বিদেশি কূটনীতিকদের সঙ্গে সবসময় ওঠা-বসা করে।

এছাড়া, যুদ্ধারপরাধীদের বিচারে বিএনপির সমর্থন জানানো উচিত বলেও মন্তব্য করেন সজল।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।