ঢাকা: বিএনপি নির্বাচনে না গিয়ে ভুল করেছে মন্তব্য করেছেন মালয়েশিয়া প্রবাসী ব্যাংকার উজ্জ্বল আহমেদ। তারেক রহমানের রাজনীতি শেখা উচিত বলেও মন্তব্য করেন প্রবাসী এই ব্যাংকার।
বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশগ্রহণ করে উজ্জ্বল একথা বলেন। তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে অবশ্যই ভুল করেছে। এর খেসারত তাদের সারা জীবন দিতে হবে।
তিনি আরও বলেন, আগের বিএনপিকে আমরা দেখতে চাই। যেহেতু পাঁচ বছরে আন্দোলন সংগ্রাম করে কিছু করতে পারেনি, তাই এখনই আন্দোলনে গিয়েও কিছু করতে পারবে না বিএনপি। আগে ঘর গুছিয়ে তারপর আবার নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত।
‘কনফিডেন্স থাকলে একাই এগিয়ে যাওয়া উচিত’ বলেও মন্তব্য করে তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শের সঙ্গে ১০ ভাগও নেই দলটি।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
তারেককে বিএনপির দায়িত্ব নেওয়ার পরামর্শ