ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

বিএনপিতে অজ্ঞরা শক্ত অবস্থানে

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
বিএনপিতে অজ্ঞরা শক্ত অবস্থানে

ঢাকা: বন্দরনগরী চট্টগ্রামের লেখক ও অভিনয়শিল্পী শফিক সোহাগ মনে করেন, বিএনপি’র উচ্চ পর্যায়ে কিছু দূতিয়ালি এবং অজ্ঞ নেতারা অবস্থান শক্ত রয়েছেন। তারা প্রতিনিয়ত খালেদা জিয়াকে ভুল তথ্য ও ভুল পরামর্শ দিয়ে যাচ্ছেন।



এসব অজ্ঞ নেতাদের কারণে বিএনপি’র অনেক ক্ষতি হয়েছে উল্লেখ করে উদাহরণ হিসেবে তিনি বলেন, নির্বাচনী সরকার নিয়ে খালেদা জিয়া যে ফর্মুলা দিয়েছিলেন ওই ফর্মুলার হোম ওয়ার্ক নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল ।

তিনি বলেন, ‘আমার মতে, ওই সকল দূতিয়ালি এবং অজ্ঞ নেতাদের চিহ্নিত করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সঙ্গে বিভিন্ন পর্যায়ে পদ নির্ধারণের সময় শিল্পপতি না খুঁজে ত্যাগী ব্যক্তি খোঁজাই উত্তম হবে। ’ 

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।