ঢাকা: দলকে এগিয়ে নিতে হলে পরিবারতন্ত্র ত্যাগ করে জামায়াতের সঙ্গ ছাড়তে হবে বলে মন্তব্য করেছেন নাটোরের আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার বাংলানিউজের নাগরিক মন্তব্যে তিনি এ কথা বলেন।
আনোয়ার হোসেন বলেন, বর্তমানে দলটি শহীদ জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। তবে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়াটি সঠিক ছিল। আগামী সংসদ নির্বাচনের প্রস্ততি নেওয়ার আগেই বি. চৌধুরী, কাদের সিদ্দিকী এবং আ স ম আব্দুর রবকে নিয়ে ঐক্যবন্ধ আন্দোলন করার দাবি করছি।
আধুনিক মেধাসম্পন্ন নেতা-কর্মীর সমন্বয়ে জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে অগ্রসরমান বিএনপি সকলের প্রত্যাশা বলেও অভিমত ব্যক্ত করেন আনোয়ার হোসেন।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪