ঢাকা: জামায়াত-শিবিরকে ছাড়ার আহ্বান জানিয়েছে বিএনপিকে আর কোনো সহিংসতায় না জড়ানোর পরামর্শ দিয়েছেন লিয়াকুজ্জামান রনি।
‘আপনি কেমন বিএনপি চান?’ শীর্ষক বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে সাতক্ষীরার এ বাসিন্দা বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে চরম ভুল করেছে।
তারেক রহমানের সম্পর্কে দেশবাসীর নেতিবাচক ধারণা রয়েছে মত তার। তিনি বলেন, বিএনপির মন-মানসিকতায় পরিবর্তন আনতে হবে এবং জামায়াতের ওপর নির্ভরতা ছাড়তে হবে।
অন্যদিকে মোরশেদ নামে এক পাঠক বলেছেন, জামায়াত বিএনপির জন্য খুবই দরকার। ভবিষ্যত বিএনপির জন্য তারেক খুবই ভালো নেতা।
** তারেককে রাজনীতি থেকে আজীবন নিষিদ্ধের দাবি
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪