ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

৩শ‘ আসনে প্রার্থীদের আন্দোলনের দায়িত্ব নিতে হবে

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
৩শ‘ আসনে প্রার্থীদের আন্দোলনের দায়িত্ব নিতে হবে

ঢাকা: ৩শ’ আসনে বিএনপির সম্ভাব্য দলীয় প্রার্থীদের আন্দোলনের দায়িত্ব নিতে হবে বলে উল্লেখ করেছেন নূরউদ্দিন জাহাঙ্গীর নামের এক পাঠক।

বৃহস্পতিবার নাগরিক মন্তব্যে তিনি বাংলানিউজকে বলেন, বিএনপিকে সারাদেশে দল গোছাতে হবে।

৩শ’ আসনে যারা এমপি নমিনেশন নেবেন, তাদের আন্দোলনের দায়িত্ব নিতে হবে। কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হলে অন্যজনকে সামনে আনতে হবে।

আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা সেবার দায়িত্ব দলকে নিতে হবে। যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে হবে। যারা মামলা খেয়েছেন বা জেলে আছেন তাদের আইনি সহায়তা দিতে হবে।

ধাপে ধাপে নেতা নির্বাচন করে রাখতে হবে যেন কেউ জেলে গেলে আন্দোলনে প্রভাব না পড়ে।

খালেদা জিয়াকে জেলা নেতাদের সাথে ফোনে যোগাযোগ করে আন্দোলনের সুবিধা অসুবিধার খবর নিতে হবে। রাজধানীতে ত্যাগী, সাহসী ও সৎ নেতাদের সামনে নিয়ে আসতে হবে।

কূটনীতিকদের সাথে যোগাযোগ রক্ষার জন্য আলাদা টিম গঠন করতে হবে। সাংবাদিকদের আলাদা টিম করে আন্দোলন করতে হবে। পেশাজীবীদের আন্দোলনে নামাতে হবে।

নিয়মিত সাংবাদিক সম্মেলন করে জনগণকে আন্দোলনের আপগ্রেড জানাতে হবে। এমন আন্দোলনের ডাক দিতে হবে যেন সাধারণ মানুষ অংশ নিতে পারে। ধ্বংসাত্মক কর্মসূচি দেওয়া যাবে না। আওয়ামী লীগ নেতাদের দুর্নীতি মানুষের সামনে তুলে ধরতে হবে।

এছাড়া আওয়ামী লীগে ফাঁদের পা দিয়ে নির্বাচনে না গিয়ে বিএনপি ভালো কাজ করেছে। অন্যথায় এরশাদের পরিণতি ভোগ করতে হত।

তিনি বলেন, বিএনপিকে একা আন্দোলনের ডাক দিতে হবে এবং মাঠে একাই লড়াই করতে হবে। জোটের শরীকদের এলাকা ভিত্তিক দায়িত্ব দেয়া যেতে পারে।

খালেদা জিয়ার যেহেতু বয়স হয়েছে, তাই তারেক জিয়াকে দেশে ফিরে এসে দলের হাল ধরতে হবে। এবং এখনই উপযুক্ত সময় হাল ধরার।

বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে কিছুটা বিচ্যুত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

* তারেককে রাজনীতি থেকে আজীবন নিষিদ্ধের দাবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।