ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দুর্নীতিবাজ ব্যক্তি ও বন্ধুদের ত্যাগ করার পরামর্শ দিয়েছেন ঢাকা ব্যাংক লিমিটেডের এসপিও মাসুদ আলম।
বিএনপি নেতারা দুর্নীতিবাজদের পরিত্যাগ করলে বিএনপি জিয়াউর রহমানের দেখানো পথে থাকবে বলে মন্তব্য তার।
বাংলানিউজের ‘আপনি কেমন বিএনপি চান?’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে মাসুদ আলম বলেছেন, বিএনপির উচিত এখনই জামায়াতের সঙ্গ ত্যাগ করা। জনগণ ও অন্যান্য দলের সমর্থন পেতে জায়ামাত ছেড়ে শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের সঙ্গে বড় ধরনের জোট গঠন করা উচিত বিএনপির।
উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এ ব্যাংকার বিএনপিকে সরকার পতনে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখতে বলেছেন।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪