ঢাকা: রাজনীতিতে বিএনপির মনোযোগ বাড়াতে হবে। দলটির নেতাদের ভাবতে হবে যে, এদেশের জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে।
তিনি বলেন, ত্যাগী নেতাদের দিয়ে দলগঠন করতে হবে। বির্তকিতদের কমিটিতে রাখা যাবে না। দিনে বিএনপি রাতে আওয়ামী লীগ এসমস্ত নেতাদের ত্যাগ করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠ থাকলেও জনমত তৈরিতে দলটির অগ্রণি ভূমিকা রাখতে হবে। এরশাদ বিরোধী আন্দোলনের মতো খালেদা জিয়াকে আবার সেই ভূমিকা নিতে হবে। তাহলে সম্ভব সরকার বিরোধী আন্দোলন জোরদার করা।
বিদেশি কূটনৈতিক নির্ভরতা কাটিয়ে উঠতে হবে। সহিংস কর্মসূচি এখন মোটেও দেওয়া যাবে না বলে জানান তিনি।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে আবার জাগিয়ে তুলতে হলে দলের কান্ডারি তারেক রহমান অবশ্যই দেশে ফিরে আসা প্রয়োজন। জেল কাটার ভয়ে ভিডিও দিয়ে দলের নেতাকর্মীদের চাঙা করা যায় না। দেশের মানুষ তারেক রহমানকে এখন পাশে চায়।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪