ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

নির্বাচনে না যাওয়া বিএনপির শতভাগ ভুল সিদ্ধান্ত

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
নির্বাচনে না যাওয়া বিএনপির শতভাগ ভুল সিদ্ধান্ত

ঢাকা: যুক্তরাষ্ট্রের আস্থাভাজন বিশেষ এক ব্যক্তির পরামর্শে নির্বাচনে না গিয়ে বিএনপি শতভাগ ভুল করেছে বলে মন্তব্য করেছেন মীর মো. হোসেন জাহিদ।

বৃহস্পতিবার বাংলানিউজের ‘আপনি কেমন বিএনপি চান’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।



হোসেন জাহিদ বলেন, রাজাকারমুক্ত বিএনপি চাই। বিএনপি দেশের স্বার্থে রাজনীতি করবে এটাই প্রত্যাশা। রাজাকারদের সমর্থন না দেওয়া, পাকিস্তানের দালালি না করাও উচিত বিএনপির।

আন্দোলনে যাওয়ার আগে বিএনপির দল গোছানো উচিত মন্তব্য করে তিনি দাবি করেন, ড. ইউনূসের পরামর্শে বিএনপি নির্বাচনে না গিয়ে একশ ভাগ ভুল করেছে।

এছাড়া, দলের কাছে তারেক রহমানের প্রত্যাবর্তন প্রত্যাশিত হলেও রাজনীতিতে তার ফেরা দেশের মানুষের কাছে প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেন হোসেন জাহিদ।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

* ৩শ‘ আসনে প্রার্থীদের আন্দোলনের দায়িত্ব নিতে হবে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।