ঢাকা: একটি আইটি ফার্মের কর্মকর্তা মামুন হোসেন বাংলানিউজকে তার মন্তব্যে বলেন, আমরা ক্লিন ইমেজ বিএনপি নেতা চাই। যারা টাকার জন্য রাজনীতি করবে না, বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করবে।
আন্দোলনের বিষয়ে তিনি বলেন, বিএনপিকে আগে দল সাজাতে হবে, পরে আন্দোলনে নামতে হবে। এখন নামলে আওয়ামী লীগের কৌশলের কাছে টিকতে পারবে না।
দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে সঠিক কাজ করেছে বলে মন্তব্য করে মামুন বলেন, তবে বেশিদিন এই সরকার থাকলে তারা ক্ষমতা আরো বেশি পাকাপোক্ত করে ফেলবে। তাই খুব তাড়াতাড়ি আন্দোলনের মাধ্যমে তাদের ক্ষমতা থেকে নামানো দরকার।
তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, বিএনপির রাজনীতিতে তারেক রহমান অপরিহার্য। তাকেরকেই ভবিষ্যত বিএনপির হাল ধরতে হবে।
বিএনপি অবশ্যই তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে উল্লেখ করে মামুন বলেন, প্রতিষ্ঠার পর থেকে যেভাবে উন্নতি করা দরকার সেভাবে তারা করতে পারেনি।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪