ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

বিএনপির সব কার্যালয়কে ডিজিটাল করার পরামর্শ জসিমের

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১২, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
বিএনপির সব কার্যালয়কে ডিজিটাল করার পরামর্শ জসিমের

ঢাকা: দেশের সব জেলা-উপজেলায় বিএনপির পার্টি অফিসকে ডিজিটাল করার পরামর্শ দিয়েছেন জসিম উদ্দিন নামের এক পাঠক। পাশাপাশি ইউনিটগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদককে ল্যাপটপ ও ইন্টারনেটের মাধ্যমে নেতাকর্মী ও কেন্দ্রের সাথে যোগাযোগের বিষয়ে অভ্যস্ত হওয়ার ব্যাপারেও পরামর্শ দিয়েছেন তিনি।



বৃহস্পতিবার বিএনপি প্রসঙ্গে নাগরিক মন্তব্যে অংশ নিয়ে বাংলানিউজকে এসব কথা বলেন জসিমউদ্দিন।

এদিকে তারেক রহমানকে নেতৃত্বে আনতে হবে বলে মন্তব্য করেছেন রাসেল নামের এক পাঠক। পাশাপাশি যারা দলের জন্য আন্তরিক তাদের দলের নেতৃত্ব আনারও পরামর্শ দিয়েছেন তিনি।

ব্যাংক কর্মকর্তা আল মামুন নাহিদ বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে তার চারপাশের ভীতু ও পদলোভী নেতাদের গণ্ডির মধ্য থেকে বের হয়ে তৃণমূল নেতা কর্মীদের মতামত নিতে হবে।

তবে মুগদাপাড়ার তানভীর আহমেদ বলেছেন বিএনপির তেমন কোনো পরিবর্তন দরকার নেই।

মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বিএনপির উচিত ধর্মকে রাজনীতির মাধ্যম হিসেবে ব্যবহার না করা।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।