ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

তরুণদের নেতৃত্বে বিএনপিকে দ্রুত আন্দোলনে নামতে হবে

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৭, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
তরুণদের নেতৃত্বে বিএনপিকে দ্রুত আন্দোলনে নামতে হবে

ঢাকা: তরুণদের নেতৃত্বে বিএনপিকে শিগগির আন্দোলনে নামার পরামর্শ দিয়েছেন ফিরোজ হাসান।

বৃহস্পতিবার বাংলানিউজের ‘আপনি কেমন বিএনপি চান’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এ পরামর্শ দিয়েছেন তিনি।



ফিরোজ বলেন, বিএনপিতে তরুণ ও দক্ষ নেতৃত্ব চাই। তারাই বাংলাদেশকে প্রথম সারির দেশগুলোর মতো নেতৃত্ব দিতে পারবেন।

বিএনপির দাবি আদায়ে দলটির তরুণ নেতাদের নেতৃত্বে শিগগির আন্দোলনে নামার পরামর্শ দিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এটা তাদের খুব শিগগির ভালো ফলাফল দেবে।

জনগণ আওয়ামী লীগের কর্মকাণ্ডে বিরক্ত উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সঠিক ভূমিকা পালন করতে পারলে জনগণ তাদের পেছন থেকে সহায়তা যোগাবে।

নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এম আতাউল হক সুমন বলেন, বিএনপিকে সংবাদ মাধ্যম ও ‍সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে হবে।

এছাড়া, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়া বিএনপির ভুল সিদ্ধান্ত ছিল বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

জিয়া থাকলে দেশ বিশ্বের শীর্ষ ১০-এ থাকত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।