ঢাকা: তরুণদের নেতৃত্বে বিএনপিকে শিগগির আন্দোলনে নামার পরামর্শ দিয়েছেন ফিরোজ হাসান।
বৃহস্পতিবার বাংলানিউজের ‘আপনি কেমন বিএনপি চান’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এ পরামর্শ দিয়েছেন তিনি।
ফিরোজ বলেন, বিএনপিতে তরুণ ও দক্ষ নেতৃত্ব চাই। তারাই বাংলাদেশকে প্রথম সারির দেশগুলোর মতো নেতৃত্ব দিতে পারবেন।
বিএনপির দাবি আদায়ে দলটির তরুণ নেতাদের নেতৃত্বে শিগগির আন্দোলনে নামার পরামর্শ দিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এটা তাদের খুব শিগগির ভালো ফলাফল দেবে।
জনগণ আওয়ামী লীগের কর্মকাণ্ডে বিরক্ত উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সঠিক ভূমিকা পালন করতে পারলে জনগণ তাদের পেছন থেকে সহায়তা যোগাবে।
নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এম আতাউল হক সুমন বলেন, বিএনপিকে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে হবে।
এছাড়া, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়া বিএনপির ভুল সিদ্ধান্ত ছিল বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
জিয়া থাকলে দেশ বিশ্বের শীর্ষ ১০-এ থাকত