ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

জঙ্গিবাদ ও রাজাকার মুক্ত বিএনপি চাই

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
জঙ্গিবাদ ও রাজাকার মুক্ত বিএনপি চাই

ঢাকা: সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, জঙ্গিবাদ ও রাজাকার মুক্ত বিএনপি চান শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্ট এমআই খান।

তিনি বলেন, দলটির কাছে আমার প্রত্যাশা, তারা যেন জামায়াতের সঙ্গ ত্যাগ করে এবং জামায়াতকে সঙ্গে নিয়ে রাজনীতির করার জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে।



এমআই খানবলেন, বিএনপি আন্দোলন করবে কিসের জন্য? সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে, তারা আসেনি। একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে দেশ থেমে থাকবে নাকি? তাদের উচিত পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করা। এই সময়ের মধ্যে তারা তাদের দল গোছাতে পারে এবং গঠনমূলক রাজনীতির শিক্ষা গ্রহণ করতে পারে।

দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি চরম ভুল কাজ করেছে করে তিনি বলেন, এতে অচিরেই বিএনপির অস্তিত্ব সংকটে পড়বে বলে আমি মনে করি।

তারা নিজেদের অস্তিত্ব রক্ষা করতেই হিমশিম খাচ্ছে, সব ধরনের কর্মসূচি বাদ দিয়ে আগে তাদের ঘর গোছানো উচিত।

তারেকে রহমানের দেশে আসা প্রসঙ্গ তিনি বলেন, সে কেন প্রত্যাবর্তন করবে? সে তো মুচলেকা দিয়ে রাজনীতি ও দেশ ছেড়েছে। সে একজন পলাতক আসামিও বটে। তার মতো মহা দুর্নীতিবাজ আমাদের দেশের জন্য হুমকিস্বরূপ। তারেক যদি ফিরে আসেও তাহলে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত হবে।

কর্নেল তাহের হত্যার রায়ে জিয়াউর রহমানকে 'ঠাণ্ডা মাথার খুনি' আখ্যায়িত করা হয়েছে। এই ঠাণ্ডা মাথার খুনির আদর্শ মূলত কি সেটি নিয়েই আমি দ্বিধান্বিত। যুদ্ধাপরাধের বিচার বন্ধ করা, শাহ আজিজের মত দেশদ্রোহীকে প্রধানমন্ত্রী বানানো, জামায়াতের রাজনীতির পুনঃঅনুমোদন সহ নানা অপকর্মের হোতা ওই জিয়াউর রহমানের কলুষিত আদর্শই এখনও বিএনপি ধারণ করে আছে। বিএনপির উচিত জিয়ার আদর্শ বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করা।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।