ঢাকা: বিএনপির সব নেতাকর্মীদের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পূনরুদ্ধার করতে হবে বলে মনে করেন মালদ্বীপ প্রবাসী সাইফুল ও ঢাকার মাসুদ রহমান।
সাইফুল বলেন, বিএনপি বড় সংকট হলো দলের বড় নেতারা রাজপথে নামতে ভয় পান।
মাসুদ রায়হান বিএনপির নির্বাচন পূর্ববর্তী আন্দোলন এবং সরকারের প্রতিহতের পদ্ধতির সমালোচনা করে বলেন, বিএনপির আন্দোলনে ককটেলবাজি ও পেট্রোলবোমা হামলার মতো ঘটনা ঘটেছে, যার বিরোধী তিনি।
ওই আন্দোলনে যেখানে জনগণের সমর্থনের মাধ্যমে প্রতিহত করার দরকার ছিলো সেখানে সরকার ব্যবহার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের- এ বিষয়টি উল্লেখ করে শান্তিপূর্ণ রাজনীতি দেখতে চান বলে মন্তব্য করেছেন মাসুদ রায়হান।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪