ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

গণতন্ত্র পূনরুদ্ধারে শান্তিপূর্ণ আন্দোলন চাই

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৯, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
গণতন্ত্র পূনরুদ্ধারে শান্তিপূর্ণ আন্দোলন চাই

ঢাকা: বিএনপির সব নেতাকর্মীদের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পূনরুদ্ধার করতে হবে বলে মনে করেন মালদ্বীপ প্রবাসী সাইফুল ও ঢাকার মাসুদ রহমান।


সাইফুল বলেন, বিএনপি বড় সংকট হলো দলের বড় নেতারা রাজপথে নামতে ভয় পান।

এ মুহূর্তে রাজপথে দাবি আদায় না করতে পারলে বিএনপিকে আরো গভীর সংকটে পড়তে হবে।

মাসুদ রায়হান বিএনপির নির্বাচন পূর্ববর্তী আন্দোলন এবং সরকারের প্রতিহতের পদ্ধতির সমালোচনা করে বলেন, বিএনপির আন্দোলনে ককটেলবাজি ও পেট্রোলবোমা হামলার মতো ঘটনা ঘটেছে, যার বিরোধী তিনি।

ওই আন্দোলনে যেখানে জনগণের সমর্থনের মাধ্যমে প্রতিহত করার দরকার ছিলো সেখানে সরকার ব্যবহার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের- এ বিষয়টি উল্লেখ করে শান্তিপূর্ণ রাজনীতি দেখতে চান বলে মন্তব্য করেছেন মাসুদ রায়হান।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।