ঢাকা: বিএনপির রাজনীতিতে তরুণ নেতৃত্ব, আন্দোলনে সাধারণ জনগণের সম্পৃক্ততা ও সাধারণ মানুষের কল্যাণে আন্দোলন করতে হবে বলে মনে করেন আমিনুল ইসলাম, ইমতিয়াজ ও শেখ সাদি।
গাজীপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আমিনুল ইসলাম বলেন, বিএনপির উচিৎ হবে দল আরো সংগঠিত করা, তারপর আন্দোলন করা।
তিনি আরো বলেন, সরকারের ভুলগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে বিএনপিকে।
আমিনুল ইসলাম বলেন, আন্দোলনে সাধারণ জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে। সেই সঙ্গে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এতে করে সরকার নতুন করে নির্বাচন দিতে বাধ্য হবে বলে মনে করেন তিনি।
আব্দুল্লাহ আল মামুন ইমতিয়াজ বলেন, বিএনপি সাধারণ মানুষদের জন্য আন্দোলন-রাজনীতি করেনা। একটা হরতাল, আন্দোলন হয়নি সাধারণ মানুষের কষ্টের প্রতিবাদে। তাদের সব চিন্তা তাদের নেতাদের নিয়ে।
তিনি সাধারণ জনগণের জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেন। গত পাঁচ বছরে বিএনপির কোনো আন্দোলন সাধারণ মানুষের স্বার্থে হয়নি মন্তব্য করে তিনি প্রশ্ন করেন, সাধারণ মানুষ খালেদা জিয়া, তারেক রহমানের জন্য কেন কাঁদবে? যখন সাধারণ মানুষের জন্য তাদের কিছু করতে দেখা যায়না।
তবে তিনি বিএনপিকে দল গুছিয়ে আন্দোলনে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, হাতে সময় খুব কম।
নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিলো বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমানের দেশে ফিরে আসা সম্পর্কে বলেন, তারেক রহমান বিএনপিতে থাকতেই পারেন, কিন্তু নেতৃত্বে আসতে হলে তা গ্রহণযোগ্য প্রক্রিয়ায় হতে হবে। লোক দেখানো কাউন্সিল, খালেদা জিয়ার লেখা বিবৃতির মধ্য দিয়ে যেন নেতৃত্ব নির্বাচিত না হয়।
তিনি আরো বলেন, জিয়াউর রহমানকে সবচেয়ে অসম্মান করে বিএনপি, যেমনটি বঙ্গবন্ধুকে করে আওয়ামী লীগ। তাদের বিক্রি করেই চলে এরা, তাদের আদর্শের প্রতি বিন্দুমাত্র আকর্ষণ দল দু’টির মধ্যে নেই।
এদের মধ্যে এক শতাংশ যোগ্য নেতা থাকলে দেশের আজ এই দুর্দশা হতো না। যারা সামান্য ভাল লোক রয়েছেন, তাদেরও মূল্যয়ন হয়না বলে মন্তব্য করেন তিনি।
অন্যদল থেকে আগত ব্যক্তিদের বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত না করার দাবি জানিয়ে ঢাকার শেখ সাদি বলেন, বিএনপিতে তরুণদের মধ্য থেকে নেতৃত্ব দিতে হবে।
বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪