ঢাকা: ‘এবার দেখা হলে বলে দেবো, স্ট্রেটকাট ভালোবাসি...’ লিখেছিলেন কবি নির্মলেন্দু গুণ। একটা সময় ছিল দেখা হওয়ার জন্য অপেক্ষা করতে হতো।
আর সেদিনটিই পালিত হয়ে আসছে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে। পশ্চিমা সংস্কৃতির অনুসঙ্গ হলেও ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবসে বাঙালি মনের ভালোবাসাও যেন পায় নতুন রূপ।
বসন্তের আগমনী বার্তার আবির উচ্ছ্বাসে ভালোবাসা দিবসে মেতে উঠেছে বিশ্ববাসী। শুধু তরুণ-তরুণী নয়, নানা বয়সের মানুষই যেন এদিন হারিয়েছেন এক ভুবনমোহনী স্বর্গে!

রাজধানীর বিভিন্ন পর্যটন ও আকর্ষণীয় স্থানে দেখা গেছে নানা ফুলের সাজ। বাতাসে বসন্তের আগুনরাঙা শিমুল-পলাশের মৌ মৌ গন্ধ উচ্ছ্বাস বাড়িয়ে দিয়েছে আরও। যুগলদের মনের উচ্ছ্বাসকে বাড়িয়ে দিয়েছে কয়েকশো গুণ।
সকাল থেকেই রাজধানীর ফুলের দোকানগুলোতে ছিল তরুণ-তরুণীদের ভিড়। সবাই ব্যস্ত পছন্দের ফুল কিনতে। প্রিয়জনকে হৃদয়ের অভিব্যক্তি জানাতেই এত আয়োজনে মগ্ন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র হুসাইন রাব্বি বাংলানিউজকে বলেন, ভালোবাসা দিবস মানে শুধুই ভালোবাসার! প্রিয়জন থেকে শুরু করে বন্ধু-বান্ধব সবাইকে ঘটা করে ভালোবাসা জানাতেই এই দিনটি।

বেসরকারি স্টেট ইউনিভার্সিটির ছাত্রী মনি আকতার বলেন, ভালোবাসা নিয়ে কত কবি-সাহিত্যিক কত মহাকাব্য রচনা করেছেন-করছেন। যদিও আধুনিক যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা সেলফোনে সব সময়ই প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখা যায়। এরপরও স্পেশাল দিন তো থাকেই।
তিনি বলেন, ভালোবাসা দিবস শুধু প্রেমিক-প্রেমিকার নয়, শুধু স্বামী-স্ত্রীর মধ্যেই নয়, বন্ধু-বান্ধব, পরিচিতজনসহ সবার মধ্যেই ভালোবাসা ছড়িয়ে পড়েছে এই দিনে।
এদিকে রাজধানীর বিভিন্ন পর্যটন স্পটে দেখা গেছে, শুধু তরুণ-তরুণীরাই নয়, ছুটির দিন ও ভালোবাসা উদযাপন করতে পরিবার-পরিজন নিয়ে নানা বয়সের মানুষ ঘুরতে বের হয়েছেন।

তেমনি একজন বেরকারি চাকরিজীবী সাইফুল ইসলাম। তিনি বলেন, ভালোবাসা বয়সের ফ্রেমে বাঁধা যায় না। ভালোবাসা দিবস ও ছুটির দিন হওয়ায় পরিবারের সবাই মিলে ঘুরতে বেরিয়েছি।
এদিকে এদের মধ্যে অনেকেই আছেন যারা, এখনও প্রিয়জনকে মনের কথাটুকুও বলতে পারেন নি। অপেক্ষায় ছিলেন বসন্তের এই দিবসটির জন্য। অনেকেই প্রিয় মানুষটির সাহচর্য পেতে শত ব্যম্ততার মধ্যেও মিলিত হয়েছেন হৃদয়ের বন্ধনে।

ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল হোসেন বলেন, ছাত্রজীবনে মনের মানুষকে হৃদয়ের কথাটি বলা হয়নি। সে সময় কিংবা সুযোগ কোনোটিই হয়নি। তাই এবারের ভালোবাসা দিবসকেই বেছে নিয়েছি সেই কথাটি বলার মোক্ষম সময় হিসেবে!
‘এবার দেখা হলেই-বলে দেবো ভালোবাসি’ উচ্ছ্বসিত হয়ে বলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৪
সময় গড়ায় ভালোবাসায়