ঢাকা: ঘুম বিধাতার একটি ঔশ্বরিক দান। শরীরে ক্লান্তি অনুভব হলেই ঘুম আসে।

বিশেষ করে রাজধানীর রাতের ঘুমের চিত্র ভিন্ন। রাজধানী ঢাকায় বিভিন্ন জেলা থেকে জীবিকার তাগিদে হাজারো শ্রমজীবী মানুষ ছুটে আসে।

খেটে খাওয়া এসব মানুষের রাত কাটে ফুটপাত বা কর্মস্থলে। এদের মধ্যে বেশিরভাগই রিকশাভ্যান চালক, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী।

দিনের ক্লান্তি শেষে রাতে রেল, বাস স্টেশন, লোক সমাগম এলাকায় খালি জায়গায় ঘুমিয়ে পড়ে এসব মানুষ। শীত, বৃষ্টিতে বেশ সমস্যার সম্মুখীনও হয় তারা।

তীব্র শীত, বৃষ্টি উপেক্ষা করে এসব মানুষ ঘুমিয়ে পড়েন। তবে এভাবে ঘুমাতে গিয়ে অনেক সময় পোহাতে হয় তাদের বেশ ভোগান্তিও।

অনেক সময় ডিউটিরত অবস্থায় ঘুমিয়ে পড়ে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা। কোনো ধরনের কাজ না থাকায় তারাও নির্বিঘ্নে ঘুমিয়ে পড়ে।
বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪