ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

রাতের ঢাকায় বিচিত্র ঘুম!

রহমত উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩১, ফেব্রুয়ারি ১৭, ২০১৪
রাতের ঢাকায় বিচিত্র ঘুম! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঘুম বিধাতার একটি ঔশ্বরিক দান। শরীরে ক্লান্তি অনুভব হলেই ঘুম আসে।

ধনীদের ঘুমানোর জন্য খাট পালং থাকলেও অভাবী শ্রমজীবী মানুষের রাত কাটে রাস্তায়।

বিশেষ করে রাজধানীর রাতের ঘুমের চিত্র ভিন্ন। রাজধানী ঢাকায় বিভিন্ন জেলা থেকে জীবিকার তাগিদে হাজারো শ্রমজীবী মানুষ ছুটে আসে।

খেটে খাওয়া ‍এসব মানুষের রাত কাটে ফুটপাত বা কর্মস্থলে। এদের মধ্যে বেশিরভাগই রিকশাভ্যান চালক, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী।

দিনের ক্লান্তি শেষে রাতে রেল, বাস স্টেশন, লোক সমাগম এলাকায় খালি জায়গায় ঘুমিয়ে পড়ে এসব মানুষ। শীত, বৃষ্টিতে বেশ সমস্যার সম্মুখীনও হয় তারা।

তীব্র শীত, বৃষ্টি উপেক্ষা করে এসব মানুষ ঘুমিয়ে পড়েন। তবে এভাবে ঘুমাতে গিয়ে অনেক সময় পোহাতে হয় তাদের বেশ ভোগান্তিও।

অনেক সময় ডিউটিরত অবস্থায় ঘুমিয়ে পড়ে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা। কোনো ধরনের কাজ না থাকায় তারাও নির্বিঘ্নে ঘুমিয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।